ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
বাউফলে ৩০ গ্রামে আজ ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে
Reporter Name

রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি: পটুয়াখালী বাউফলের জাহাঁগিরিয়া মোন্তাজিয়া দরবার শরীফের অনুসারি ৩০ গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহম্পতিবার সকাল ৯টায় বাউফল উপজেলার শাপলাখালী গ্রামে শাহ সুফি মোন্তাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শাপখালী গ্রামের শাহ সুফি মোন্তাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: জসীম উদ্দিন। এতে তিন শতাধিক ধর্মপ্রান মুসুল্লী অংশগ্রহন করেন। নামাজ শেষে দেশের শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সৌদি আরবের সাথে মিল রেখে উপজেলার শাপলাখালী, বিরপাশা, কনকদিয়া, সুর্য্যমনি, ছত্তরকান্দা, আফালকাঠি, মদনপুরা, চন্দ্রপাড়া, নিমদী তাতেরকাঠি,দ্বীপাশা, কায়না, সাবুপুরা, রাজনগর, দাউড়াভাংগা, বালিয়া, কাশিপুরসহ ৩০টি গ্রামে ঈদ -উল- ফিতর অনুষ্ঠিত হয়।

শাপলাখালী শাহ সুফি মোন্তাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: জসীম উদ্দিন বলেন, কুরান সুন্নাহ অনুযায়ী বিশ্বস্ত সূত্রে বিশ্বের যে কোন স্থানে চাঁদ দেখার সংবাদ পেলে আমরা জাহাগিরিয়া মোন্তাজিয়া দরবার শরীফের অনুসারিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকি।

উল্লেখ্য , ওই সব গ্রামবাসীরা চট্রগ্রামের চান্দাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের জাহাগিরিয়া মোন্তাজিয়া দরবার শরীফের অনুসারী। সৌদি আরবের সাথে মিল রেখে তাঁরা রোজা রাখেন এবং ঈদ -উল-ফিতর পালন করে থাকেন

x