মোঃ রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের সখিপুর মল্লিক কান্দি যুবকদের ইফতার আয়োজন করেছে এলাকার যুবকার।
আজ সখিপুর মল্লিক কান্দি সরকার বাড়ি জামে মসজিদে ২শত মুসল্লীদের মাঝে
বিরিয়ানি, আপেল, খেজু, মালটা, ও শরবতেরআয়োজন করা হয়। পরে ইফতারের মুহূর্ত সময় মোনাজাতের মধ্যদিয়ে সারাবিশ্বের মানুষের জন্য দোয়া করা হয়। মহান আল্লাহ তায়ালা যেন সারা বিশ্বের মুসলিম কে মহামারী করোনা থেকে হেফাজত করেন। আমিন।
এসম উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বিগন, যুবকরা,ও ছোট ছোট বাচ্চা সহ অনেকেই। এবং আগামীতে এই ইফতারের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন এলাকার যুবকরা। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন সুস্থ থাকুন, আমিন।