ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
শরীয়তপুরে কর্মহীন শিল্পী ও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে অর্থ বিতরণ
Reporter Name

মোঃ রুহুল আমিন ,শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শিল্পী ও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদান বিতরণ করা হয়। ঈদের পূর্বে এই অনুদানে খুশি কর্মহীন শিল্পী ও ধর্মীয় নেতৃবৃন্দ। বুধবার (১২ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুদান শিল্পী ও ধর্মীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেন শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। মোট ১০৬ জনকে ১ হাজার টাকা করে ১ লাখ ৬ হাজার টাকার  এ অনুদান তুলে দেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে উপহার হিসেবে বিভিন্নভাবে গত এক মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার অসহায় মানুষকে সহায়তা করেছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর মৃধা, ত্রিমুখী সাবিনা একাডেমির পরিচালক সাবিনা ইয়াসমিন, অঙ্কুর থিয়েটারের সভাপতি তারকনাথ কংস বণিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, মিডিয়ার নেতৃবৃন্দসহল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

x