ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সোমবার বেলা দুইটার দিকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দেয়া হয়
Reporter Name

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ৮নম্বর ওয়ার্ডে মহিলা সংসদ সদস্য সুলতানা নাদিরার পক্ষ থেকে।  অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা দুইটার দিকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দেয়া হয়।

এসময় মহিলা সংসদ সদস্য পক্ষ থেকে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন,

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আউয়াল খলিফা, পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন মুক্তার, পাইকার সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

এই সময় অসহায় ও দুস্থদের উদ্দেশ্যে বলেন, মহামারী করোনার কারণে জনজীবন বিপর্যস্ত। লকডাউন এর কারণে খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। এ সকল কথা বিবেচনা করে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য  সুলতানা নাদিরা আমাদের অসহায় মানুষদের সাথে ঈদ উদযাপন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই প্রচেষ্টা চালাচ্ছেন। তারা আরো জানান পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ঈদবস্ত্র বিতরণ করা হবে

x