ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
জেনারেটরে বিদুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু
Reporter Name

সাকিল হোসাইন পাথরঘাটা বরগুনা: বরগুনার পাথরঘাটায় জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে জয়নাল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ার চত্বরের সামনের সেলুনের সামনে ঘটনা ঘটে।

জয়নাল পাথরঘাটা পৌরসভার পাম্প অপারেটর হিসেবে চাকরি করতেন। তিনি পাথরঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোঃ তানজের আলীর‌ ছেলে।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ার চত্বরের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠানে জেনারেটরের সংযোগ বিচ্ছিন্ন হয়। জয়নাল কে ফোন দিয়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানায়। তিনি বৃষ্টিতে ভিজে জেনারেটরের সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন জানান, জয়নালের এমন মৃত্যু হবে আমরা ভাবিওনি। পৌরসভার পক্ষ থেকে জয়নালের দাফন সম্পন্ন করা হবে।

x