মোঃ রুহুল আমিন,শরীয়তপুর প্রতিনিধিঃ ভোজেশ্বরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ছবি-দৈনিক সময় সংবাদ.কম
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নড়িয়া উপজেলার ভোজেশ্বরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, সন্ত্রাসীদের আগুনে পুড়ে যাওয়া রিক্সার মালিক হারুন বেপারীকে সহায়তা প্রদান। বিধবা আইরিন বেগমকে সহায়তা প্রদান করেন।
এসময় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তি রূপা রায়সহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে নড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কলুকাঠি গ্রামের হারুন বেপারীর অটোরিকশাটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা, অটোরিকশাটি হারিয়ে সে অসহায় হয়ে পড়ে। বিষয়টি স্যোস্যাল মিডিয়ার মাধ্যমে নড়িয়া উপজেলা প্রশাসনকে জানান। সাথে সাথে উপজেলা প্রশাসন তার সাথে যোগাযোগ করে অটোরিকশাটি মেরামত করার ব্যবস্থা করেন যা আজ জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর উপস্থিতিতে তার হাতে তুলে দেয়া হয়। এরপরে জেলা প্রশাসক মোক্তারেরচর ইউনিয়নের বিধবা আইরিন বেগম এর স্বামী সড়ক দুর্ঘটনা মৃত্যুবরণ করায় দুই ছেলে এক মেয়ে নিয়ে সংসার চালাতে অক্ষম হয়ে পরে।
বিধবা নারী আত্মকর্মসংস্থানের জন্য উপজেলা নির্বাহী অফিসারে বরাবর আবেদন করার পরে ১২ টি দেশী মুরগি ক্রয় করে দেন জেলা প্রশাসক। সব শেষে জেলা প্রশাসক “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের জন্য নির্মিতব্য ঘরের কাজ সরেজমিন পরিদর্শন করেন।