নজরুল ইসলাম, রুপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেকুর ধাক্কায় ভেঙ্গে পড়ল গাজী সেতুর একাংশের রেলিং। এ সময় দুর্ঘটনায় অটোরিক্সা চালক আহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় সেতুর উপরে এক ভেকু নিয়ন্ত্রন হাড়ালে বীর প্রতীক গাজী সেতুর দক্ষিন পার্শ্বের একাংশের রেলিং ভেঙ্গে পড়ে যায় ও সেতুর উপরে থাকা ঐ বেকুর চাপায় এক অটোরিক্সা ভেঙ্গে মুচরে যায়। এ ঘটনায় অটোরিক্সা চালক রাজিব (৪০) নামে একজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতকে উদ্ধার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা বেগতিক দেখে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল রেফার করেন।