নাহিদ আখতার (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় বাবুল করিম (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল করিম পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর জামালপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।
আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম জানান, নিহত বাবুল করিম জয়পুরহাট শহরের পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী ছিলেন ।
ঈদের বাজারে অনেক রাত পর্যন্ত বেচাকেনা করে তার শ্যালক আব্দুর রহমানকে নিয়ে মোটরসাইকেল যোগে রাত ৩টার দিকে বাড়িতে যাওয়ার পথে পাঁচবিবির বটতলী এলাকায় পৌছলে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে বাবুল করিম নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার শ্যালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান , খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।