ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ আটক এক যুবক
Reporter Name

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় ২৫৩ পিচ ইয়াবা সহ পলাশ হাওলাদার (২৬)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাথরঘাটা দক্ষিণ স্টেশান কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাথরঘাটা লঞ্চ টার্মিনালের থেকে তাকে আটক করা হয়। পলাশ হাওলাদার পাথরঘাটা পৌরসভার বড়ই তলা ৫নং ওয়ার্ড মোঃ আলম মহরার ছেলে।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার জানান, আটক পলাশ মহিপুর এলাকা থেকে নৌকা যোগে ইয়াবা বহনকরে পাথরঘাটায় আসে। আমার গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশির করে দুটি পোটলায় ২৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক পলাশ হাওলাদারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফাহিম শাহরিয়ার।

x