ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
দুমকিতে ব্যবসায়ী মাসুদ বাবুর উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।
Reporter Name

পটুয়াখালী জেলা প্রতি নিধি মোঃ কামরুল ইসলাম সুমন: পটুয়াখালীর দুমকিতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাসুদ আল-মামুন(বাবু)র নিজ উদ্যোগে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বি-এন-এস-ফার্মা সোলুশান এর সৌজন্য প্রায় ৬-শতাধিক গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।৪ ও ৫ মে উপজেলার দুমকি নসীব সিনেমাহল (নতুন) বাজার ও আংগারিয়া ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ আল মামুন বাবু বলেন আমি গত বছর লকডাউনের সময় প্রায় তিন শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী এবং হাসপাতাল,থানা,স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনকে পিপি’ই,মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি।এবারও দুমকি সিনেমা হল ও আংগারিয়া ইউনিয়নে প্রায় ছয় শতাধিক গরীব ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করছি।

প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,আলু,তৈল,চিনি,সেমাই ও দুধ।খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জে এম আনিসুর রহমান,মাস্টার আবু হানিফ খান,সার্জেন্ট অবঃ ফজলুল হক,মাইনুল ইসলাম,মমতাজ উদ্দিন মাস্টার, কাজী মহিবুল্লাহ,জসিম উদ্দিন,নাসির উদ্দিন, শহিদুল ইসলাম সরদার,জাহিদ হোসেন,রিপন প্রমুখ

x