ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
কলাপাড়ায় ফুটবল খেলতে খেলতে যুবকের মৃত্যু
Reporter Name

আতিকুর রহমান মিরাজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়ায়  ফুটবল খেলতে গিয়ে ইলিয়াস হোসেন (২৪ ) নামেরর এক যুবকের আকষ্মিক  মৃত্যু হয়েছে।

তথ্যসূত্রে জানাযায় মঙ্গলবার বিকেলে লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়ার নান্নু বিশ্বাসের ঘেরে স্থানীয় একদল যুবক প্রতিদিনের ন্যায় ফুটবল খেলার আয়োজন করে। খেলার মাঝপথে প্রতিপক্ষের গোলপোস্টে গোলকিক করার সময়ে সঙ্গাহীন হয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পরেন ইলিয়াস। তাৎক্ষনিক ভাবে বন্ধুররা তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। ইলিয়াস ঐ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ফোরকান পহলানের ছেলে।

লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন যুবকের মৃত্যু সংবাদটি স্থানীয়দের কাছে শোনার পর হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম।

কলাপাড়া থানার ওসি ( তদন্ত ) মোঃ আসাদুর রহমান জানান ঘটনা শোনারপর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।বিস্তারিত জানার চেস্টা করছি।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

x