সোমবার চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কাজির দেউড়ির নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি।
সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায়। সেসময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানো গ্যাস ছুঁড়ে মারে। ঘটনা চলাকালে বিএনপির নেতাকর্মীরা একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয় এবং আশেপাশের কয়েকটি দোকানপাট ভাঙচুর ও সড়কে বিভিন্ন স্থাপনায় অগ্নি সংযোগ করে।
পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত শিবিরও ছিল বলে জানান পুলিশের উপ-কমিশনার এস এম মেহেদী হাসান। পরে অভিযান চালিয়ে বিএনপির ৫ নারী সদস্য সহ ১৫ জনকে আটক করা হয়। নিউজ সোর্সঃ চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ১৫ আটক