নাহিদ আখতার জয়পুরহাট: জয়পুরহাট পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর এলাকা থেকে ৫৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ (রাজশাহী)জয়পুরহাট ক্যাম্প।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম সাহার উদ্দিন(৪০)। সাহার উদ্দিন, পাঁচবিবি উপজেলার কসবা সাগরপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে৷
র্যাব-৫(রাজশাহী)জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস এম ফজলুল হক জানান-আজ সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে, পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর এলাকা দিয়ে মাদক পাচাররত অবস্থায় সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশী চালানো হয়৷ তল্লাশীকালে সাহার উদ্দিনের কাছ থেকে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার করে৷
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান-এস এম ফজলুল হক কোম্পানী কমান্ডার জয়পুরহাট র্যাব ক্যাম্প-৫,(রাজশাহী)।