ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের
Reporter Name

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা ৫০৮ জনে দাঁড়াল। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন আরও ২০৫ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৪৫ জনে।

বুধবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬২ নমুনা পরীক্ষায় ২০৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৬৪ এবং উপজেলার ৪১ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে নয়জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ১৮ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৩ জন এবং মেডিকেল সেন্টার ল্যাবে তিনজনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ১২ মামলায় মোট ৪ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য ৮০০ পিস মাস্কও বিতরণ করা হয়।

3 responses to “চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের”

  1. … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/10501 […]

  2. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/10501 […]

  3. 토렌트 says:

    … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/10501 […]

Leave a Reply

Your email address will not be published.

x