ফরিদপুরের নগরকান্দায় নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত নগরকান্দা থানা পুলিশ এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন ।
বুধবার ২৬ আগষ্ট সকাল ১১ টায় নগরকান্দা থানায় সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ফরিদপুর তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠঠিত হয়। এসময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের লক্ষে পরিবর্তিত আধুনিক নিয়মে নিয়োগ পক্রিয়ায় সাতটি ধাপ অনুসরণ করা হবে, যেমন প্রিলিমিনারি স্ক্রিনিং, শারিরিক মাপ,শারিরিক সক্ষমতা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন,পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা,চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করণ। তিনি আরো বলেন, কোন চাকুরি প্রত্যাশী কারো মাধ্যমে তদবীর কিংবা অসাধু পন্থা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে ঐ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, সিনিয়র পুলিশ সুপার সুমিনুর রহমান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, ওসি তদন্ত জিয়ারুল ইসলাম, নগরকান্দার থানার চৌকস পুলিশ অফিসার এস আই আব্দুল্লাহ আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোবাহান মাষ্টার,।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর হক, গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্য, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাঝে ১৫ মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনে নিয়োগ পরীক্ষার সাতটি ধাপ দেখানো হয়।