ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
১৫ আগস্ট উপলক্ষে শরীয়তপুরে পারভীন হক সিকদার এমপির দোয়া ও গণভোজ 
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদারের উদ্যোগে রোববার (১৫ আগষ্ট) দুপুর ১২ টায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড শরীয়তপুর জেলা শাখায় এ দোয়া মাহফিল ও গণভোজ আয়োজন করা হয়।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড শরীয়তপুর জেলা শাখার ম্যানেজার আকরাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল,  পালং বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার।
এসয়ম জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট
সাইফুল ইসলাম, ব্যাংকের গ্রাহক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুর রাজ্জাক।
দোয়া মাহফিল শেষে উপস্থিত জনসাধারণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
x