সাপাহারে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শন ও পরিবারগুলোর খোঁজখবর নিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।
বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতাধীন প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরসমূহ পরিদর্শনে যান এবং পরিবারগুলোর কোন প্রকার সমস্যা হচ্ছে কিনা এ বিষয়ে খোঁজখবর ও জানতে চান তিনি।
করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় কয়েকটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি ।
এসময় করোনা সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ।
উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দুই ধাপে ১৮০ টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। তাদের সার্বিক সহযোগিতা ও দেখাশোনা করছে উপজেলা প্রশাসন বলে জানান সোহরাব হোসেন।