ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
পাইকগাছার নৈশ কোচে ডাকাতির ঘটনায় ১১ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল
তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা\

খুলনার পাইকগাছার আলোচিত নৈশ কোচে ডাকাতির ঘটনায় অবশেষে পুলিশ গ্রেফতারকৃত ১০জন সহ ১১ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে। ২০২০ সালের ১৪ ডিসেম্বর রাত দেড়টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের গেদুর দোকান সংলগ্ন এলাকায় দুধর্ষ এ ডাকাতি সংগঠিত হয়। সঙ্গবদ্ধ ডাকাতরা প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে বেরিকেট দিয়ে প্রথমে যশোর ন-৫০০১ নং ট্রাকের গতিরোধ করে ট্রাকের চালক সহ অপর দু’জনের মালামাল লুট করে।

এরপর তারা ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৩-১৫৬৭ নং কিং ফিসার ট্রাভেলর্স এর নৈশ কোচের কাঁচ ভেঙ্গে ত্রাশ সৃষ্টি করার মাধ্যমে পরিবহনের ভিতরে থাকা যাত্রীদের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ সহ বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় ট্রাকের চালক রাড়–লী গ্রামের আব্দুল করিম শেখের ছেলে আছাফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৪জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ১১, তাং- ১৫/১২/২০২০ ইং। এ ঘটনায় পুলিশ ১০জনকে আটক করে। আটককৃতরা হলেন, সাইদুল গাজী (২১), আল-আমিন মোড়ল, (৩৫), মিজানুর গাজী (৪৮), তাকবির হোসেন (২৩), শাহীনুর গাজী (৩৭), জীবন সরদার (২৮), ইমরান গাজী (২১), বাপ্পী গাজী (২১), মেহেদী হাসান (১৯) ও আশরাফুল মোল্লা (৩৬)। আটক এই ১০ আসামী সহ পলাতক তানভীর হোসেন শাওন (২০) সহ ১১ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি এজাজ শফী।

x