ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
করোনাকালে ঠাকুরগাঁওয়ে বিয়ের আয়োজন, অনুষ্ঠান ভেঙ্গে দিলেন ইউএনও
মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও

করোনাকালে সরকারের কঠোর বিধি নিষেধ চলমান অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুইটি বিয়ের আয়োজন করায় আর্থিক জরিমানা ও বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দিয়েছেন নির্বাহী অফিসার।

শুক্রবার (০২ জুলাই) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার আকঁচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা বানিয়াপাড়া গ্রামে একটি বিয়ে ও শ্রীখড়ী গ্রামে অপর আরেকটি বিয়ের আয়োজন করায় আর্থিক জরিমানা ও অনুষ্ঠান ভেঙ্গে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

দক্ষিণ বঠিনা বানিয়াপাড়া গ্রামের ভাগীরথ ঘন শ্যামের ছেলের বিয়ের আয়োজন করায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দেওয়া হয় ও ভাগীরথ ঘন শ্যামকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

একই ভাবে দক্ষিণ বঠিনা শ্রীখড়ী গ্রামের শ্রী ইলেকশন তার মেয়ের বিয়ের আয়োজন করলে তা ভেঙ্গে দেওয়া হয় ও শ্রী ইলেকশনকে আর্থিক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

x