ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ায় পিতাকে জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় আবারও নোটারী পাবলিকের মাধ্যমে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ায় মেয়ের পিতাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের রুহুল আমিন গাজী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আইনজীবী মোহতাছিম বিল্লাহ’র সহযোগিতায় নোটারী পাবলিকের মাধ্যমে পার্শ্ববর্তী রাড়–লীর আরাজী ভবানীপুর গ্রামের রফিকুল সরদারের ছেলে রাসেল সরদারের সাথে বিবাহ দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন মুকুল, আনসার কমান্ডার আবু হানিফ ও ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মেয়ের পিতাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী আইন বহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়ার অপরাধে মেয়ের পিতা রুহুল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

x