ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে বিষপানে ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
মোঃ ফারুক হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে বাবার উপর অভিমান করে বিষপানের ০৬ দিন পর এক আদিবাসী কিশোরীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  উপজেলা পাহাড়াপুর বিষপাড়া গ্রামের বিশ্বনাথ উড়াও এর মেয়ে সোনালী উড়াও (১৪)। সে ৮ম শ্রেণীর ছাত্রী। পারিবারিক কলহের জের ধরে বাবার সাথে অভিমান করে গত ২৩শে জুন সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে তাকে  প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার কোন  প্রকার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক সোনালীর অবস্থা সংকটাপন্ন দেখে সোনালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিতে বাড়ীতে আনা হলে গত ২৮ জুন রাত ১১ টায় সে মারা যায়।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনালী তার মায়ের উপর অভিমান করে বিষপান করে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

x