আজ রোববার (২৭ জুন) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরের ইউএনও’র পুরাতন বাসভবনের পাশে এ ক্যাম্পের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এবং আনসার এর সহকারী প্লাটুন কমান্ডার মোঃ রফিকুল ইসলাম
এ আনসার ক্যাম্প নির্মাণ কাজের ব্যায় ধরা হয়েছে ১৪ লাখ ৭৪ হাজার টাকা। ১৫ জন আনসার সদস্যের জন্য এখানে আবাসিক সুবিধার সুব্যবস্থা এবং সাথে আনসার সদস্যদের জন্য ব্যবহৃত অস্ত্রের একটি অস্ত্রাগার থাকবে। উক্ত ভবনটি নির্মাণ কাজে দায়িত্ব পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর ট্রেডার্স।