ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
নওগাঁর মান্দায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সেমিনার অনুষ্ঠিত!!
এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় সমাজ সেবা অধিদপ্তর কর্তিৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলাঅায়তন হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক।

বিশেষ অতিথি হিসেবে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলার সাবেক আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অালহাজ্ব ইমদাদুল হক মোল্লা,সমাজসেবা অধিদপ্তর নওগাঁ জেলা উপ পরিদর্শক নূর মোহাম্মদ, অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা,উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম মহন্ত,ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,বেলাল খাঁন,ইলিয়াস খান মন্ডল প্রমুখ।

x