ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
ভৈরবে প্রবাল হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব
জয়নাল আবেদীন রিটন,ভৈরব প্রতিনিধি

ভৈরবে চাঞ্চল্যকর প্রবাল হত্যা মামলার এজাাহার নামিয় ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ সকালে শহরের দুর্জয় মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দুর্জয় মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন মিয়া (২৬) ও মৃত ফুল মিয়ার ছেলে তৌহিদ (২৫) মিয়া।

র‌্যাব সুত্র জানায়, গত ১লা জুন ভৈরব থানাধীন কমলপুর দূর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পিছনে কিশোর গ্যাং ধারালো অন্ত্র দিয়ে এ কে এম মহিউদ্দিন ওরফে প্রবাল খুন করে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে হত্যা মামলার অন্যতম আসামী রাজন মিয়া ও তৌহিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ সাংবাদিকদের জানান, সাম্প্রাতিক সময়ের সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, দখলবাজ, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। এ সকল অপরাধ দমনে র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।

x