বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ ডেইজি সুলতানা লাকি ( ৩৪ ) নামের একজনকে আটক করেছে বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ডেইজি সুলতানা লাকি পাথরঘাটা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মোঃ আব্দুস সােবাহানের মেয়ে।
শনিবার (২৯ মে) রাত ৮ টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা এলাকা ডেইজি সুলতানা লাকির নিজ বাসা থেকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে , লাকী দীর্ঘদিন ধরে মাদক ( ইয়াবা ) বেচাকেনা করে আসছে । এ নিয়ে সে এর আগেও কয়েকবার আটক হয়ে কারাভােগ করেছেন।
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক মােঃ সাঈদ আহমেদ জানান , বরগুনা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা এলাকায় ইয়াবা বিক্রি করা হচ্ছে । এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে ডেইজি সুলতানা লাকিকে ৩টি ইয়াবা সহ আটক করা হয় । পরে পাথরঘাটায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে হস্তান্তর করেন তারা।