ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যেদিয়ে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসনের অায়োজনে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার আশীষ কুমার দেবনাথ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া, গোয়ালা ইউপি চেয়ারম্যান মুকুল আমিন, শিরন্টি ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, নুরল হক মাস্টার উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা প্রমূখ।

x