ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী আটক
Reporter Name

তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা থানা পুলিশ ১ কেজি গাঁজা সহ ইকরামুল সরদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বান্দিকাটী তুলি এন্টারপ্রাইজের সামনে মেইন সড়কের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তাপস কুমার দত্ত ও এএসআই শেখ পলাশ সঙ্গীয় ফোস নিয়ে অভিযানা পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে গোপালপুর গ্রামের রবিউল সরদারের ছেলে ইকরামুল সরদারকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে।

এ ঘটনায় এসআই তাপস কুমার দত্ত বাদী হয়ে ইকরামুল সরদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ওসি মোঃ এজাজ শফী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কৌশল অবলম্বন করে ১ কেজি গাঁজাসহ ইকরামুলকে গ্রেফতার করা হয়েছে।

x