ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Reporter Name

মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় পুকুরে ডুবে লামিয়া খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌখালী গ্রামের জামিরুল ইসলাম গাইনের মেয়ে।

রবিবার দুপুরের যেকোন সময় বাড়ি সংল‎গ্ন নিজস্ব পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির চারিদিকে ব্যাপক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার নানা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।  সন্ধ্যায় তাকে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা জানান, হাসপাতালে নেয়ার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

x