ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে আবারো বজ্রপাতে একজনের মৃত্যু  
Reporter Name

মোঃ জাহিদ হাসান মিলুু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় কয়েক দিনের ব্যবধানে বজ্রপাতে নজরুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় বাড়ির পাশে ইরি ধান কাটার সময় বজ্রপাতে আহত হন নজরুল ইসলাম। ধান ক্ষেত থেকে উদ্ধার করে তাকে  হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নজরুল ইসলাম ৫নং হরিপুর সদর ইউনিয়নের ধনগাও দূর্বাবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে।হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।উল্লেখ্য যে, গত ৯ মে রোববার হরিপুর উপজেলায় বজ্রপাতে আলেয়া বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়।

x