ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত
Reporter Name

তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ক্লিনটন বিশ্বাস নামে এক যুবক আহত হয়েছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে।

ডায়েরী সুত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামের মৃত হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে ক্লিনটন বিশ্বাসের সাথে পাশের লীজ ঘেরের কয়েকজন ব্যক্তির জায়গা জমি নিয়ে প্রতিবেশী শংকর বিশ্বাসের ছেলে লিংকন বিশ্বাস গংদের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে ক্লিনটন প্রতিপক্ষের বাড়ির সামনে গেলে লিংকন ও তার ভাই সুমন বিশ্বাস ক্লিনটনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এসময় নিষেধ করলে প্রতিপক্ষরা ক্লিনটনকে বেদম মারপিট ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। এঘটনায় ক্লিনটন বাদি হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেছে। যার নং ৫২৭।

x