ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
আওয়ামীলীগ নেতা ডাঃ শেখ শহীদ উল্লাহর ব্যক্তি উদ্যোগে পোশাক বিতরণ
Reporter Name

তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার পাইকগাছায় লকডাউনে কর্মহীন দিনমজুর ও শ্রমিক পরিবার ও তাদের ছেলে-মেয়েদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএমএ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ।

প্রতিবারের ন্যায় এবারও ব্যক্তিগত উদ্যোগে আওয়ামীলীগ নেতা ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ সোমবার সকালে পাইকগাছা ডায়াবেটিস সেন্টারে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত মন্ডল, আওয়ামী লীগনেতা এড. ইদ্রিসুর রহমান মন্টু, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক মোমিন উদ্দীন, শেখ হেলাল উদ্দীন, শ্রমিক নেতা শাহজান কবির, শেখ হারুনুর রশীদ হিরু, ছাত্রনেতা রাজিব আহমেদ রাজু ও সাজু। অনুষ্ঠানে এলাকার শ্রমিক পরিবারের ১৩০জন নারী ও পুরুষ এবং ১শ শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান করা হয়।

x