গোলাম রাব্বানী, মান্দা, নওগাঃ নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলার টুকরো টুকরো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মাথায় লম্বা চুল ও পরনে লাল রঙ্গের ব্লাউজ দেখে স্হানীয়রা মহিলা বলে ধারনা করছেন। বৃহস্পতিবার ৬মে দিবাগত রাতে রাজশাহী-নওগাঁ মহা- সড়কে মীরপুর মিলনের ইট ভাটার সামনে এই দূর্ঘটনা স্বীকার হন অজ্ঞাত মহিলা।
শুক্রবার ৭মে সকালে মান্দা থানা পুলিশ অজ্ঞাত মহিলার টুকরো টুকরো লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।