হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান এবং করোনা পরিস্থিতির লকডাউনেও থেমে নেই দিনাজপুরে দেহ-ব্যবসার মতো জঘন্য কার্যকলাপ। দিনাজপুর পৌর শহরের মালদহপট্টির পূণর্ভবা আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করেছে দুই জোড়া কপোতকপতিসহ ৫ জনকে।
আটককৃতরা হলেন, দিনাজপুরের সদর উপজেলার ৩ নং উপশহরের আলী ইমামের ছেলে মো: আমির হোসেন সিন্দু (২৬),মো: শাহাদত হোসেনের মেয়ে মোছা: শাহিদা (১৯) পার্বুতীপুর উপজেলার ভুইপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮), গুলশান নগর গ্রামের মৃত ওসমান আলীর মেয়ে মোছা: অয়শা বেগম (৩০) ।
এছাড়াও আটক করা হয়েছে, ওই আবাসিক হোটেলের বয় ইসমাইল হোসেন (৪৪)কে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই আবাসিক হোটেলের মালিক লাইফ দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার নামে এসব অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।
দিনাজপুর কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, আজ (২৪ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ১১টার সময় শহরের মালদহপট্টির পূর্ণভবা আবাসিক হোটেলের তৃতীয় ও চর্তুথ তলায় অভিযান চালানো হয়। এসময় হোটেলের পৃথক পথক রুমে অসামাজিক কার্য্যকলাপে জড়িত ৪ জনসহ একজন হোটেল বয়কে আটক করা হয়েছে।
তিনি জানান,জড়িত ৫ জনকেই আজ শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।