ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
বিরামপুরে হেরোইনসহ গ্রেপ্তার-এক
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ষোল পুড়িয়া হেরোইনসহ বিপ্লব হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করেছে।

মামলা সুত্রে জানা যায়, শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই নুরে আলম সিদ্দিকের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর পৌর সভার পূর্বজগন্নাপুর মহল্লার স্কুলপাড়া কেডিসি রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। এসময় হেরোইন বিক্রিরত অবস্থায় ষোল পুরিয়া হেরোইনসহ বিপ্লব হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিল্পব হোসেন বিরামপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুর স্কুলপাড়া কেডিসি রোড মহল্লার মৃতঃ মোহাম্মদ আলীর ছেলে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এই ঘটনায় বিরামপুর থানায় ৩৬ (১) এর ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ইং ধারায় মামলা হয়েছে। মামলা নং-২৩, তাং ১৮/০৯/২০২১ইং।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামী বিপ্লব হোসেন (২৬) কে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

x