ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন
দিনাজপুর থেকে প্রকাশিত ”দৈনিক উত্তরা”র ৪৭তম বর্ষপূর্তীতে আলোচনা সভায়  নৌপরিবহন প্রতিমন্ত্রী
জাহিদ হাসান অন্তর দিনাজপুর
সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, অতীতের সরকারগুলো সাংবাদিকদের নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে । প্রধানমন্ত্রী সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে যেন বাংলাদেশকে তুলে ধরা যায়। বাংলাদেশের জনগণ যেন দেশের বাস্তব চিত্র জানতে পারে। একটা সময় নেগেটিভ নিউজ বেশি আকর্ষণীয় সংবাদ হতো। ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, যেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাহসিকতার সঙ্গে বাংলাদেশকে পৃথিবীতে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন।
আজ সকাল ১১ টায় শহরের গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে উত্তর বঙ্গের প্রাচীনতম দৈনিক পত্রিকা উত্তরার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপোরোক্ত কথা গুলি বলেন।
দৈনিক পত্রিকা ” দৈনিক উত্তরা”র ৪৭তম বর্ষপূর্তীতে আলোচনা সভায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জাকি সুমন মহসীনের সভাপতিত্বে বিশেষ অতিথির আসনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চেধৈুরী। এই সময় “দৈনিক উত্তরা”র সহকারী সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বিশিষ্ট সাংবাদিক কামরুল হুদা হেলাল, জেলা যুব লীগের সভাপতি আলহাজ¦ রাশেদ পারভেজ, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ মোসাদ্দেক হোসেন লাবুসহ প্রমুখ।
৪৭তম বর্ষপূর্তীতে আলোচনা সভায় আগে মঞ্চে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
x