হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে এবং সচেতনতা সৃষ্টি করতে রংপুর নগরীর ১ হাজার ১০০ টি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে ২২ হাজার ২০০টি সাবান বিতরণ করেছে রংপুর মহানগর জাতীয় পার্টি।
আজ (২১ এপ্রিল ) বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনের হাতে তুলে দেন রংপুর মহানগর জাতীয় পার্টি সভাপতি ও সিটি মেয়র মোঃ মোস্তাপিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আঃ রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন,কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফারুখ মন্ডল, মহানগর জাতীয় ছাত্র সমাজ সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ, ১৩ নং ওয়ার্ডের জাপার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আল আমীন সুমন।