ঢাকা, শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
গাইবান্ধায় ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মহিলাকে মারপিট
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের খিদির ছয়ঘড়িয়া গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে এক বর্গাচাষি  মহিলাকে বেদম প্রহার করেছে একই গ্রামের দাদন ব্যবসায়ী ইউনুস আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র ইউনুস আলীর ছাগল প্রতিবেশি ছামসুল মিয়ার ধানক্ষেত নষ্ট করে। এতে তার স্ত্রী আঞ্জুয়ারা বিষয়টি ইউনুস আলীকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং ওই মহিলাকে বেদম প্রহার করেন। এতে ওই মহিলা অসুস্থ হয়ে পরলে এলাকাবাসি তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী জানান,  ইউনুস আলী দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসা করে আসছেন ইদানীং তিনি টাকার জোরে অন্যায়ভাবে বিভিন্ন অপকর্মে জরিয়ে পড়েছেন।

তাই এলাকাবাসিরা ভুক্তভোগী পরিবারটির পাশে দাড়িয়েছেন এবং ইউনুস আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এবিষয়ে ইউনুস আলীর সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

x