ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
২১ আগষ্ট গ্রেনেড হামলার দোষীদের  শাস্তি দাবী করেন -এমপি পুত্র দোলন বিশ্বাস
পাবনা প্রতিনিধি

ঈশ্বরদী-আটঘরিয়া পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সুযগ্য সন্তান যুবলীগ নেতা ও করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন  ২০০৪ সালের একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা প্রসঙ্গে বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টার্গেট করে খই ফোটার মতো একের পর এক গ্রেনেড বিস্ফোরণ ঘটায় ঘাতকরা। কিছু বুঝে ওঠার আগেই ১৩টি গ্রেনেড হামলার বীভৎসতায় মুহূর্তেই রক্ত-মাংসের স্তূপে পরিণত হয় সমাবেশস্থল।

রক্তগঙ্গা বইয়ে যায় এলাকাজুড়ে।শুক্রবার প্রতিবেদকের এক প্রশ্নে তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন বলেন, সময় তখন বিকেল ৫টা ২২ মিনিট। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত সমাবেশ,বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার প্রস্তুতি চলছে,একটু বক্তব্য শুরু করলেন জননেত্রী শেখ হাসিনা, বক্তৃতা শেষ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তাঁর হাতে থাকা একটি কাগজ ভাঁজ করতে করতে এগুতে ছিলেন ট্রাক থেকে নামার সিঁড়ির কাছে। মুহূর্তেই শুরু হলো নারকীয় গ্রেনেড হামলা। বিকট শব্দে বিস্ফোরিত হতে লাগল একের পর এক গ্রেনেড। আর জীবন্ত বঙ্গবন্ধু এ্যাভিনিউ মুহূর্তেই পরিণত হলো মৃত্যুপুরীতে।

তিনি বলেন,২০০৪ সালে ২১ আগষ্ট এ-ই নারকীয় ঘটনা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার আসল উদ্দ্যেশ্য ছিলো এ-ই দেশের পাকিস্তানি আই এস আই এ-র এজেন্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া,জামায়াত,আল বদর,আল শামস এ-র সদস্যরা। তিনি আর ও বলেন ২১ আগষ্ট বাঙ্গালী জাতির আর একটি কালো অধ্যায়, যা দোষীদের বিচার না হওয়া পর্যন্ত বাঙ্গালী জাতির জীবনে কলঙ্কময় হয়ে থাকবে। ২১ আগষ্ট গ্রেনেড হামলার সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে সকল দোষীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবী করেন।

x