নাজমুল হাসান নবীন,বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া প্রভাব বৃদ্ধিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন হিমসিম খাচ্ছিল তখন মানবতার হাত বারিয়ে দিল বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবের সকল মানবতাবাদী ভাই বোনেরা।
বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাব সংগঠনের স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে ডায়রিয়া রুগীদের কে সাহায্য সেবা দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেচ্ছায় রোগিদের সেবা প্রধান করে এই সংগঠনটি ।
* ভর্তি করানো থেকে শুরু করে
*বেডে পৌঁছে দেওয়া।
*বেড না পেলে মেঝেতে বেড তৈরি করে দেওয়া।
* ক্যানলা পড়ানো।
* স্যালাইন ও ইনজেকশন পুষ করা।
*IEDCR এর পদ্ধতি অনুযায়ী তথ্য সংগ্রহ করা।
*রুগী বেশি অসুস্থ হলে ডাক্তার ডেকে দেওয়া।
*বেশি অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর ব্যবস্থা করা ইত্যাদি।
সহ আরো অনেক সেবা দিচ্ছে বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাব।
বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ মুশফিকুর রহমান দোলন, সহ সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ তাদের টিমের সকল সদস্যরা।
এই সংগঠনটি আর্ত মানবতার সেবায় নিজেদের কে বিলিয়ে দিচ্ছে। করোনার এই কঠিন সময়ের মধ্যে থেমে নেই তাদের সেবা বাড়ি বাড়ি গিয়ে ও তারা ডায়রিয়া রোগিদের সেবা দিচ্ছে এই সংগঠনের সদস্যরা।
বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবের এই মহামারি করোনা ও ডায়রিয়া রোগিদের সেবা দেয়ার জন্য অন্য সকল সংগঠনকে উদ্ভুদ্ধ ও অনুপ্রাণিত করে সংগঠনটির সভাপতি।
Leave a Reply