ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
ইউএনওর বাসভবনে হামলা: বরিশাল আ.লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ১৩
বরিশাল ব্যুরো

বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।

তিনি বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ নেতাকর্মীকে আটক করেছি।

থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটকদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।

ওদিকে হামলাকারী অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালির ওসি।

x