সারা দেশের মতো বরিশালেও করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে নগরীর ৫৪ কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ জানান, প্রথম পর্বে ১৮ হাজার ২৩০ জনকে টিকা দেওয়া হয়েছিল। তাদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। নগরবাসীকে এই কার্যক্রমে সুষ্ঠুভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।
নগরীর কোনো কেন্দ্রে ভিড় ছিল না। প্রথম দিন নগরবাসী কেন্দ্র থেকে কোনোরকম ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরেছেন। সব জায়গায় ছিল সুশৃঙ্খল পরিবেশ।
সিটি করপোরেশন এলাকা ও জেলার ১০টি উপজেলার সব ইউনিয়নে মোট ১৫০টি কেন্দ্রে করোনাভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৩০ ওয়ার্ডে ৫৪টি কেন্দ্রে এবং বরিশালের ১০ উপজেলার ৮৭টি ইউনিয়নে ৮৭টি কেন্দ্রের মাধ্যমে গণটিকা দান কর্মসূচির দ্বিতীয় ডোজ কার্যক্রম চলছে বলে জানান সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
I think this is one of the most important information for me.
And i’m glad reading your article. But want to remark on few general
things, The site style is wonderful, the articles is really great :
D. Good job, cheers