ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
রংপুরের পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে বাড়িতে হামলা, আহত ৫
Reporter Name

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার:  রংপুরের পীরগঞ্জে মোবাইল ফোন চুরির অভিযোগে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে।

এতে একই পরিবারের মহিলাসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২জনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, একই ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের হাসেন মিয়ার পুত্র ভাংড়ি ব্যবসায়ী আবু হোসেনের (৩২) একটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন হারিয়ে গেলে পাশ্ববতী জামিরবাড়ী গ্রামের হাসেন আলীর পুত্র পাপলু মিয়া (১৬)কে সন্দেহ করা হয়। এরই সূত্র ধরে ব্যবসায়ী আবু হোসেন ক্ষিপ্ত হয়ে তার ভাড়াটে ১৫/২০ জন লোকজন নিয়ে হাসেন আলীর বাড়িতে যায়। এ সময় অভিযুক্ত পাপলুকে বাড়িতে না পেয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ২টি ঘরের আসবাবপত্র ভাংচুর, মুল্যবান জিনিসপত্র ও বাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে তোলা ঘরে রক্ষিত নগদ ৯০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে ৭ম শ্রেণীর ছাত্রী সেতুমনি, ভাবি শাকিলা বেগম (১৯), ভাই মিজানুর (২২),  মা মোর্শেদা বেগম (৪৫), ও মিজানুরের স্ত্রী কাজলী বেগম (১৮)কে পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে মিজানুর ও মোর্শেদা বেগমকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published.

x