ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের ব্যবসায়ী নিহত
Reporter Name

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় গোলাপগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। ১৮ এপিল রোববার ভোর ৫ টা সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন উপজেলার লক্ষণাবন্দ ইউপির দক্ষিণভাগ দেওপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আফছর আহমদ রেনু। এসময় আহত হন অটোরিক্সা চালক আবুল কাশেম। নিহত আবুল কাশেম গোলাপগঞ্জের পুরকায়স্থবাজার অটোরিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাজারের কাচামাল ব্যবসায়ী।

নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে  জানাযায়, রোববার সকালে কাচামাল ক্রয় করতে গোয়াইনঘাটের জাফলংয়ের উদ্দেশ্যে অটোরিক্সা ভাড়া নিয়ে রওয়ানা দেন রেনু। গোয়াইনঘাট উপজেলার তামাবিল রোড পৌছা মাত্র একটি ট্রাক পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রেনু। এসময় অটোরিক্সা চালক কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে প্রেরণ করেন। তবে অটোরিক্সা চালকের অবস্থা আংশঙ্কামুক্ত বলে পুরকায়স্থবাজার অটোরিক্সা চালক সমিতির সভাপতি কয়েছ আহমদ জানান।

x