ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গোয়াইনঘাটে স্বাস্থ্যসেবায় উপজেলা পরিষদের যুগান্তকারী উদ্যোগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

উপজেলা পরিচালন ও উন্নয়ন  প্রকল্প (ইউজিডিপি)  ও জাইকার যৌথ অর্থায়নে (৪র্থ পর্যায়) সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবা দিতে ইতোমধ্যে উপজেলা পরিষদ প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, প্রকল্পটি খুব দ্রুতই টেন্ডার হবে। এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন মাননীয় মন্ত্রী মহোদয়ের পরামর্শে এ উদ্যোগের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্ত রোগীরা সহজেই অক্সিজেন সেবা নিতে পারবেন।  অক্সিজেনের ঘাটতির কারণে এবং করোনা আক্রান্ত রোগীদের বহনকারি এম্বুলেন্সে অক্সিজেন সরবরাহ না থাকায় অনেক সময় রোগীরা অক্সিজেনের অভাবে মারা যায় বিধায়

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অন্তত গোয়াইনঘাটে করোনা আক্রান্ত রোগীদের আমরা কিছুটা হলেও সেবা দিতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি জানান ইতোমধ্য মাননীয় মন্ত্রী মহোদয় আরো ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। উল্লেখ্য যে, গত বছর উপজেলা পরিষদের অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে  টেস্টিং বুথ তৈরী করা হয়েছিল।এ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে আরো ৬০ লক্ষ টাকার প্রকল্প ২/১ সপ্তাহের মধ্যে গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *