ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
কৃষকদের মাঝে ধানের বীজ এবং সার বিনামূল্যে বিতরণ
Reporter Name

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

রবিবার  (১৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে এ ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  আনছার আলী বি. কম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন,উপ সহকারী-কৃষি কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভিন্ন  উপসহকারী কর্মকর্তা বৃন্দ ।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার বলেন

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সেই লক্ষ্যে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন তালুকদার  জানান উপজেলার প্রতিটি ইউনিয়নের মোট চারশত কৃষকে প্রণোদনা কর্মসূচীর আওতায় একজন কৃষকে বিঘা প্রতি ৫ কেজি বোরো উপশি আউশ বি- ৪৮ ধানের বীজ, ডিএপি ২০ কেজি,  এমওপি ১০কেজি করে সার দিচ্ছি  প্রতি জন কৃষক ।

Leave a Reply

Your email address will not be published.

x