ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
দেলদুয়ারের গড়াসিনে বন্যায় ব্রীজের ধ্বস
মো: সোহেল আহমেদ

টাঙ্গাইলের দেলদুয়ারে ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ও টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় ধলেশ্বরী নদীর পানি ৭ সে.মি বেড়ে বিপদ সীমার ৪০ সে. মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এর শাখানদী এলেংজানীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে। উপজেলার লাউহাটী, দেউলী ইউনিয়নের নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন বাড়ী ঘর ভেঙ্গে বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ে বসবাসকারী মানুষের।

এদিকে আটিয়া ইউনিয়নের গড়াসিন এলাকায় এলেংজানী নদীর তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ওই এলাকার গড়াসিন, নান্দুরিয়া, নাল্লাপাড়া, গোয়ারিয়া, মৌশাকাঠালিয়া, কান্দাপাড়া ও দেলদুয়ার সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের রোপা আমন তলিয়ে গেছে। পানি থৈ থৈ করছে রোপা আমন ক্ষেতে। সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের ২০ টি বাড়ী পানির নিচে রয়েছে। পানির তোড়ে দেলদুয়ার সিলিমপুর সড়কের গড়াসিন ব্রিজের এপ্রোচ সড়ক ধসে গেছে। চরম ঝুঁকির মধ্যে রয়েছে সেতুটি।

এ বিষয়ে আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, বাঁধটি ভেঙ্গে যাওয়ায় এলাকার রোপা আমন ধান সহ এলাকায় বসবাসকারী মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের নিকট বাঁধটি পূণনির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোয়েব মাহমুদ জানান, অকাল বন্যায় উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে রোপা আমন, সবজি, বীজতলা, আঁখ ও কলা চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণের কাজ চলছে।

 

 

x