ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
সাপাহারে  পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনে অভিযান
Reporter Name

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাপ্তাহিক পশুর হাটে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের তাজপুর সাপ্তাহিক গরু-ছাগলের হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।

এসময় হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ সহ সরকার ঘোষিত সকল প্রকাশ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, সরকার ঘোষিত নির্দেশনার আলোকে অভিযান পরিচালনা করা হয়। এবং স্বাস্থ্যবিধি পরিপালন না করার অপরাধে ৬ জনসহ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টোল আদায়ের দায়ে হাট ইজারাদাকে বিধি মোতাবেক অর্থদন্ড দেওয়া হয়েছে।ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

x