ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০
Reporter Name

শুক্রবার বিকেল থেকে কয়েক দফায় উপজেলার নিকরাইল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব জানান: পূর্ব শত্রুতার জের ধরে আজ বিকালে নিকরাইল বাজারে ভূঞাপুরের নলুয়া ও কালিহাতীর গোহালিয়া বাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় তারা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় তিনিসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুলের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি জানান: অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজ সোর্সঃ টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

Leave a Reply

Your email address will not be published.

x