ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় ভোলায় আরো ১৫ জনের করোনা শনাক্ত
Reporter Name

আর জে শান্ত,ভোলা: ভোলায় গত ২৪ ঘন্টায় ৭০ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন ভোলা সদর ও ১ জন দৌলতখান উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪’শ ৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৭ জনের। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১৪’শ ৮৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৯৬৯ জনের মধ্যে সুস্থ ৬৩৯ জন। দৌলতখানে আক্রান্ত ৭১ জনের মধ্যে সুস্থ ৫৭ জন।

বোরহানউদ্দিনে আক্রান্ত ১৬০ জনের মধ্যে সুস্থ ১১৫ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৮৮ জন, চরফ্যাশনে আক্রান্ত ৮২ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তদের মধ্যে ২১ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এবং ২ জন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.

x