ঢাকা, মঙ্গলবার ৩০ মে ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড়ে ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে লায়ন্স ক্লাব অফ বাগেরহাট গ্রীন ত্রাণ বিতরণ
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে লায়ন্স ক্লাব অফ বাগেরহাট গ্রীন। শনিবার (২১ আগষ্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে ত্রান বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথিহিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন এর প্রেসিডেন্ট রিজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতারন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মোসাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এ সময় অন্যরা উপস্থিত ছিলেন কল্পনা রাজুউদ্দিন, মো. নজরুল ইসলাম শিকদার, ১ম ভাইস গর্ভনর ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, কেবিনেট সেক্রেটারী এস এম এ জাফর বাদশা, গ্যাট নেতা মো. ফরিদুল হক, এম এ আউয়াল রাজ, উইমে স্পেসালিষ্ট ডা. কাজী দিলকুশা আহম্মেদসহ নেতৃবৃন্দরা। ঘূর্ণিঝড় ইয়াসে ‘ক্ষতিগ্রস্ত ২৯০ পরিবারকে এ ত্রান সামগী বিতরণ করা হয়।

One response to “ঘূর্ণিঝড়ে ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে লায়ন্স ক্লাব অফ বাগেরহাট গ্রীন ত্রাণ বিতরণ”

  1. go says:

    Wow that was unusual. I just wrote an very long comment
    but after I clicked submit my comment didn’t appear.
    Grrrr… well I’m not writing all that over again. Regardless, just wanted
    to say excellent blog!

Leave a Reply

Your email address will not be published.

x